খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরে মোহনা টিভির ১৩ বছরে পদার্পন উপলক্ষে র্যালী ও আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। সকাল ১০ টায় দৌলতপুর থানা বাজার এলাকায় র্যালি শেষে দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের অফিস কক্ষে আলোচনা সভা ও কেক কেটে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কুষ্টিয়া জেলা (পশ্চিম) প্রতিনিধি মানজারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ এজাজ আহমেদ মামুন, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল জব্বার, সহকারী কমিশনার (ভুমি) আফরোজ শাহীন খশরু, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান এছাড়াও উপস্থিত ছিলেন দৌলতপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।