দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর আখসেন্টার পাড়ার বিজিবি ঝিনাদহের মহেশপুরে কর্মরত মোঃ আমিরুল ইসলাম (বুদু) (৫০) হৃদ রোগে আক্রান্ত হয়ে শনিবার রাতে ৮টার দিকে কাল করেছেনে। ইন্নালল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজউিন। মৃত্যুকালে বান্ধব রেখে গেছেন। সদালাপী আমিরুল ইসলাম বুদুর াকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ দিকে রোববার বেলা ৩টায় দৌলতপুর গোরস্থানে নামাজ জানাযা শেষে তাকে দাফন করা হয়। এত বিজিবি পুলিশ সহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেয়।