দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ ১৪নভেম্বরসোমবার সকাল ১০ টায় কুষ্টিয়ারদৌলতপুর উপজেলাঅডিটোরিয়ামে সাজেদা ফাউণ্ডেশনের উত্তরণ কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিতহয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুলজব্বার (উপজেলা নির্বাহী কর্মকর্তা, দৌলতপুর, কুষ্টিয়া), সভাপতিত্ব করেনজনাব মোঃ সাইফুর রহমান (এলাকা ব্যবস্থাপক, বিবর্তন, সাজেদা ফাউণ্ডেশন, আল্লারদর্গা, কুষ্টিয়া)। উক্ত অবহিতকরণ প্রোগ্রাম উপস্থাপন করেন জনাব মোঃআনজারুল ইসলাম (টিম লিড, উত্তরণ, সাজেদা ফাউণ্ডেশন, আল্লারদর্গা, কুষ্টিয়া)। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃনুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোঃ তৌহিদুলহাসান তুহিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মর্জিনা খাতুন, প্রাগপুর ইউনিয়নপরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুজ্জামান, মো: সাফিউর রহমান (বিএম, সূচনা, সাজেদা ফাউণ্ডেশন, আল্লারদর্গা, কুষ্টিয়া) এবং প্রোগ্রাম অফিসার লাইভলিহুড ওপ্রোগ্রাম অফিসার হেলথ-এর সকল কর্মীগণ। উক্ত সভায় সাজেদা ফাউণ্ডেশন ওউত্তরণ কর্মসূচি সম্পর্কে সকলকে বিস্তারিত অবহিতকরণ করা হয়। অতিদরিদ্রদেরবিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং জীবিকার উন্নয়নে সাজেদা ফাউণ্ডেশনেরউত্তরণ কর্মসূচির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পরবর্তীতেমুক্ত ফোরামে উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদা ফাউণ্ডেশনের এ মহতী কর্মকান্ডেরভূয়সী প্রসংশা করেন এবং তিনি দরিদ্র জনগোষ্ঠীর বাড়ির আঙিনায় এক ইঞ্চি জমিওযেন অনাবাদি না থাকে, সে জন্য বাড়ির আঙিনায় সবজি চাষেরমাধ্যমে পুষ্টিরচাহিদা পূরণ করার জন্য পরামর্শ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তাউত্তরণকর্মসূচির কার্যক্রম অবগত হবার পর তিনিও উক্ত কর্মসূচির ভূয়সী প্রসংশা করেউত্তরণ কর্মসূচিকে ত্বরান্বিত করতে যেকোন ধরণের সহযোগিতার আশ্বাস দেন এবংদৌলতপুর উপজেলার একটি প্রত্যন্ত ইউনিয়ন চিরমারী যা পদ্মা নদী দ্বারা বিভক্তএবং নদী ভাঙ্গন ও অবেহেলিত এলাকায় পরবর্তীতে উত্তরণ কর্মসূচির কার্যক্রমপরিচালনার জন্য আহ্বান জানান। পরিশেষে সভাপতি তার সমাপনী বক্তব্য দিয়েঅবহিতকরণ সভার সমাপ্তি ঘোষণা করেন।