খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরে পাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ১৮.০১.২৩ বুধবার বিকেল ৩ টায় ৪৭ বর্ডার গার্ড ব্যাটিলিয়ন (বিজিবি) কর্তৃক গরীব ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরন করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, ৪৭ বর্ডার গার্ড ব্যাটিলিয়ন, কুষ্টিয়া-এর ধারাবাহিক ব্যবস্থাপনার অংশ হিসেবে প্রায় ২০০ জন গরীব ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরন করে বিজিবি।
উক্ত বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক মেজর উম্মে হানি, বর্ডার গার্ড হাসপাতাল চুয়াডাংগা। আরো ও উপস্থিত ছিলেন সহাকারী পরিচালক মোঃ জিয়াউর রহমান ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, মহিষকুন্ডি কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ আমজাদ হোসেন ও ঠুটার পাড়া ক্যাম্প ইনচার্জ হাবিলদার হাফিজুর রহমান প্রমুখ।