খন্দকার জালাল উদ্দীন : “স্টারলিং ব্যান্ড” এর লিড গিটারিস্ট নূর কুতুবুল আলম উজ্জ্বল গতকাল বুধবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় মাত্র ৫২ বছর বয়সে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে হৃদরোগজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
২১/ ১ সবুজবাগ নিবাসী মরহুম ফিরোজ আলম এবং জাহানারা বেগম শান্তির দ্বিতীয় সন্তান ছিলেন তিনি। মৃত্যুকালে দুই ভাই-বোন, মা, স্ত্রী ও একমাত্র সন্তান সহ আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ৯ টায় বাসাবো মহাসড়ক জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ।
জানাজা শেষে বাদ জোহর চাঁদপুরের হাজীগঞ্জে তারাপাল্লা গ্রামের মোল্লা বাড়ি প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। মরহুমের পরিবারের সদস্যরা ছারাও তার আত্মীয় -স্বজন ও বন্ধু বান্ধবরা জানাজায় উপস্থিত ছিলেন। উল্লেখ্য তার মৃত্যু সংবাদে ব্যান্ড মিউজিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। “স্টারলিং ব্যান্ড” এর পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শোক বার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়।