খন্দকার জালাল উদ্দীন : দৌলতপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন।
শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী মনিরুল ইসলাম মনি’র উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দৌলতপুর বাগোয়ান কলেজ পাড়া আমিনুল ইসলাম কে মানবিক সহযোগিতা প্রদান করা হয়েছে। শুক্রবার (৩ ফেব্রয়ারি ) সকাল ৯ টায় শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে চাউল,টিন, কম্বল তুলে দেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোতাছিম বিল্লাহ।
এ সময় দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ-সভাপতি জাফর ইকবাল মিঠুন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম রুবেল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, গত বুধবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় বিদ্যুতের শট সার্কিটের আগুনে আমিনুলের বাড়ী পুড়ে ছাই হয়ে গেছে । এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রকৌশলী মনিরুল ইসলাম মনি ।