খন্দকার জালাল উদ্দীস : কুষ্টিয়ার দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে স্থানীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য নিবেদন, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বারের সভাপতিত্বে আলোচনায় অংশনেন সংসদ সদস্য আ:কা:ম সরওয়ার জাহান বাদশাহ, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, সহকারী কমিশনার (ভুমি) শাহীদুল ইসলাম, দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান প্রমুখ।
বক্তারা রক্তস্নাত একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে উন্নত ও সমৃদ্ধ শালী দেশ গড়ার কাজে আত্ম নিয়োগ করার জন্য সবার প্রতি আহবান জানান। এর পর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যেপুরস্কার বিতরণ করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গোয়ালগ্রাম কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে র্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।