খন্দকার জালাল উদ্দীস : কুষ্টিয়ার দৌলতপুরের আল্লারদর্গায় যথাযোগ্য মর্যাদায় অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা আল্লারদর্গায় স্কুল কলেজ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে স্থানীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য নিবেদন, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
মঙ্গলবার সকাল ৮ টায় এলাকার নুরুজ্জামান বিশ্বাস মিলনায়তনে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়, নাসির উদ্দীন বিশ্বাস উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খন্দকার এম.একাডেমী, রহিমা বেগম একাডেমী, আল্লারদর্গা প্রাথমিক বিদ্যালয়, আল্লারদর্গা মডেল স্কুল সহ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্থানীয় শহীদ মিনারে পু®পস্তবক অর্পণ, দোয়া ও আলোচনার মধ্যদিয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয়।