1. raselahamed29@gmail.com : admin :
  2. uddinjalal030@gmail.com : jalal030 :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৭ অপরাহ্ন

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Khandaker Jalal Uddin. Email: uddinjalal030@gmail.com
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ২৯৭ Time View

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ গত ২৫শে মার্চ রোজ শনিবার নিউইয়র্কের জেকশন হাইট্স নবান্ন পার্টি হলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ,

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামান, পরিচালনায় ও সন্চালনায় ছিলেন চ্যানেল আই এর সাংবাদিক ও কুষ্টিয়ার কৃতি সন্তান আদিত্য শাহীন, নাজমুল আহসান দুলাল ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির ট্রাষ্টি বোর্ডের অন্যতম সদস্য মোঃ গিয়াস উদ্দিন ,

মোঃ রাশেদুল আলম , মোঃ সাজেজুল ইসলাম সুজন , মোঃ হাফিজুর রহমান , মাসুদুল আলম লিপু ও মোঃ হালিম চৌধুরী , সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ আবুতালেব , প্রফেসর ড. মুন্সী মর্তুজা আলী , মোঃ ফাহাদ ফাতেহ , মোঃ জিন্নাত আলী খান ,সহ সভাপতি আনোয়ারা মন্জু , ইফতার কমিটির আহ্বায়ক মোঃ কামরুজ্জামান ,

সদস্য সচিব মোঃ জিয়াউর রহমান , সমন্বয়কারী তৈয়ুবুর রহমান , যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ যুবায়ের , যুগ্ম সদস্য সচিব সাজিদ হাসান প্রলয় , আশিক রহমান প্রচার সম্পাদক , সাহিত্য সম্পাদক লুবনা ইসলাম , কারিবুল ইসলাম , আবুহেনা মোস্তফা কামাল রয়েল , আসিফ ইকবাল সন্চয় , আরিফুজ্জামান , মোঃ ওবাইদুর রহমান ,

মোঃ মুক্তার হোসেন মুক্তা , মোঃ তোফাজ্জেল হোসেন, শাহীন আহম্মেদ , সুমী ,রাসেল রাইয়ান রামিন রাসেল , বদরুল আলম পান্না ও অন্যান্য সদস্যবৃন্দ । এছাড়া অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দীন দেওযান ও সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকি , মামনু টিউটরিয়ালের প্রতিষ্ঠাতা ও কর্ণধার জনাব শেখ আল মামুন ,

নিউইয়র্কের সিনিয়র সাংবাদিক টাইম টিভির নিয়মিত আলোচক ও পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান ,মোঃ মফিজুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক জেকশন হাইট্স বিজনেস এসোসিয়েশন , সাখাওয়াত বিশ্বাস সাবেক ভিপি , গাজি ওহিদুজ্জামান লিটন স্বেচ্ছাসেবকলীগের কেন্দীয় কমিটির উপ আন্তর্জাতিক সম্পাদক ,

মোঃ জাফর আহম্মদ ফুলটন ফ্রেন্ডস ক্লাবের সভাপতি ,সুবল দেবনাথ সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবকলীগ ,তরিকুল ইসলাম বাদল সভাপতি যশোর জেলা সমিতি , সাংবাদিক ও ফটোগ্রাফার তুষার পিক , জাহিদ রহমান যুবলীগ নেতা , সৈয়দ গোলাম কিবরিয়া সাবেক সহ সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবকলীগ , কুষ্টিয়া এসোসিয়েশন থেকে মোঃ হামিদুল ইসলাম সভাপতি ,

উপদেষ্টা জালাল উদ্দীন , মমতাজ উদ্দীন , রবিউল ইসলাম সাবেক সভাপতি , এছাড়া উপস্থিত ছিলেন কমিনিউনিটি এক্টিভিস্ট ডাক্তার নাহিদ খান , কমিউনিটি এক্টিভিস্ট সাদিয়া আফরিন সনি ও প্রমুখ । ইফতারের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে (বাংলাদেশ সময় ২৬ শে মার্চ ) আলোচনা ও মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের আত্মার মাগফেরাত কামনা করেন ।

এছাড়া সকলে সমিতির বিগত দিনের কার্যক্রমে ভূয়ষী প্রশংসা করেন , বিশেষ করে করোনাকালীন সময়ে কুষ্টিয়ার প্রতিটি ইউনিয়নের গ্রাম পর্যায়ে সেচ্ছাসেবক দিয়ে অক্সিজেন সিলিন্ডার ও খাদ্য পৌঁছে দেওয়া , দেশের অসহায় মানুষের পাশে থাকা , সমিতির নিজস্ব কবর স্থান ক্রয় ,

লাশ দেশে পাঠানো , জব সেমিনার ও জব প্রদান ইত্যাদি বিষয়ে উল্লেখ করেন এবং এ ধরনের কাজ অব্যাহত রাখতে সমিতির সদস্যদের অনুরোধ করেন । পরিশেষে দোয়া মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন ইমাম ফয়সাল জানালী । উনি কুষ্টিয়াবাসী সহ সকলের জন্য দোয়া করেন ।

পরিশেষে সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামান সবাইকে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ জানান এবং সমিতির উন্নয়ণ মূলক কাজ অব্যাহত রাখতে সকল কুষ্টিয়াবাসীকে এক সাথে কাজ করার আহ্বান জানান । এছাড়া সমিতির আগামী ২ রা জুলাই রবিবার লং আইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট পার্কে বনভোজনের অগ্রীম আমন্ত্রণ জানান ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020 biplobidiganta.com

Design & Developed By : Anamul Rasel