খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী দূর্গমচর চিলমারীতে রাস্তা র্নিমানকে কেন্দ্র করে খাঁ গ্রুপ ও মন্ডল গ্রুপের মধ্যে দীর্ঘ প্রায় ২ মাস যাবত চলমান সংঘর্ষের জের ধরে, গত বৃস্পতিবার বিকেলে প্রতিপক্ষের ছোড়া পেট্রোল বোমার আগুনে ঝলসে যেয়ে গুরুতর আহত হয়, ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে দিনু মন্ডল (৭০) ও আক্তার মন্ডল (৩৬) মারা যায় বলে পুলিশ জানিয়েছে।
এ পেট্রোল বোমার আগুনে দগ্ধ হয়ে ৬ জনসহ ১৬ জন আহত হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।