খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি-১৯৮৬ (১০৮জন) ব্যাচের ছাত্র ইকবাল হোসেন তাপস।
১ মে দুপুর ১২ টার সময় ভেড়ামারা উপজেলা বাজারে ভাড়া বাডিতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন,মৃত্যু কালে বয়স হয়েছিল ৫৩ বছর, তিনি স্ত্রী ও ২ কন্যা সহ এলাকায় অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। হলুদবাড়িয়া আল্লারদর্গার বিশিষ্ট ব্যবসায়াী মো: ইনতাজ আলি বিশ্বাসের সাথে বোনের বিবাহ সূত্র ধরে দীর্ঘ প্রায় ৪০ বছর আল্লারদর্গায় বসবাস করে আসছিলেন।
কর্ম জীবনে প্রথমে বায়জিদ বিশ্বাস এ্যগ্রো ফুড লিঃ এ পরে মরিয়ম পার্টিকেল গ্রুপের জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তার পৈত্রিক বাড়ী সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার শালদা গ্রামে, তার পিতার নাম ফজলুল হক। তার মৃত্যুতে ব্যাচের সহপাঠি ও কর্মরত জীবনের সহযোদ্ধারা গভীর শোকাহত, সকলে তার রূহের মাগফেরাত কামনানা সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।