খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর চরে অপহরনের এক সপ্তাহ পর বালি চাপা দেয়া অবস্থায় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৈরাগীর চরে বালির মধ্যে মেরে পুতে রাখা যুবকের নাম মারুফ হোসেন (৩৫) বলে এলাকা বাসী সনাক্ত করে। সে উপজেলার দৌলতখালির চককৃষ্ণপুর গ্রামের হাজী আসালত হোসেনের ছেলে।
সে ঈদের আগের দিন নিখোজ হয় বলে পরিবার সূত্রে জানা যায়। মঙ্গলবার ২মে বিকাল ৫টার দিকে উপজেলার পদ্মা নদীর বাধের নিচে বৈরাগীরচর বালুর ঘাট থেকে এ লাশ টি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, বৈরাগীরচর বালুর ঘাট এলাকায় মানুষের একটি হাত বের হয়ে আছে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ ঘটনা স্থল থেকে বালু সরিয়ে মারুফ নামে যুবকের (৩৫) লাশ উদ্ধার করে।
দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, ঐ যুবককে হত্যার পর সেখানে বালি চাপা দিয়ে রেখে গেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। নিহতের ময়না তদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে ওসি জানিয়েছেন।