খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর, পরিচ্ছন্নতা কর্মী ও নিরাপত্তাকর্মীর ৩ টি পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধের দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে সংক্ষুদ্ধ চাকুরি প্রার্থীরা।
১৪ মে রোববার বেলা ১১টায় কুষ্টিয়া-প্রাগপুর সড়কের হোসেনাবাদ বাজারে পাতানো নিয়োগ ও ঘুষ বানিজ্য বন্ধ ও নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার দাবীতে এ মানব বন্ধন ও সমাবেশ করা হয়।
মানব বন্ধনে বক্তব্য রাখেন, চাকুরী প্রত্যাশী রাসেল, সমাজসেবী মোতাচ্ছিম বিল্লাহ , মোস্তফা কামাল (নাড়া) সহ স্থানীয়রা বক্তব্য রাখেন।
সংক্ষুদ্ধ চাকুরী প্রার্থীরা জানান, সম্প্রতি হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব সহকারী, পরিচ্ছন্নতা কর্মী ও নিরাপত্তাকর্মীর ৩ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এবং বিজ্ঞপ্তি অনুসারে গত শনিবার (১৩ মে) মিরপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নিয়োগ পরীক্ষার আগেই পাতানো নিয়োগ হচ্ছে বলে প্রার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়। সংক্ষুদ্ধ চাকুরী প্রার্থী রাসেল জানান, আমরা পরীক্ষার আগেই জানতে পারি যে, কম্পিউটার ল্যাব অপারেটর হিসাবে মোঃ জুবায়ের রহমান ফয়সাল, নিরাপর্ত্তাকর্মী পদে রকিবুল ইসলাম কে এবং পরিচ্ছন্ন কর্মী হিসাবে রেখা খাতুন কে নিয়োগ দেওয়া হবে। রাসেল আরো জানান, তিন প্রার্থীর একজন সভাপতির আত্মীয়, একজন প্রধান শিক্ষকের আত্মীয় ও একজন এমপি সাহেবের ড্রাইভারের স্ত্রী।