খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার ভেড়ামারার উপজেলার ধরমপুর ইউনিয়নের পাাটুয়াকান্দি গ্রামে স্যালো ইঞ্জিনচালিত হাসান চেয়ারম্যানের ইট ভাটায় মাটি টানা অবৈধ স্টারিং ট্রলির চাকায় পিষ্ট হয়ে সুমাইয়া নামে (৮) এক শিশু নিহত হয়েছে। ৭ জুন বুধবার বেলা ১টার দিকে উক্ত দুর্ঘটনা ঘটে।
সুমাইয়া ঐ এলাকার দিনমুজুর মোঃমরজেম আলীর দ্বিতীয় কন্যা। এলাকাবাসী স্টারিং ট্রলিটি আটক করলেও চালক পালিয়ে যায়। স্টারিং ট্রলিটি হাসানুজ্জামান হাসান চেয়ারম্যানের এইচএসবি ইট ভাটায় মাটি সরবরাহ কাজে নিয়োজিত ছিল। প্রত্যক্ষদর্শীরা জানার,
শিশুটি বাড়ির সামনে খেলা করছিল। এসময় বেপরোয়া গতির অবৈধ ট্রলিটি তাকে চাপা দিলে সুমাইয়া ঘটনাস্থলেই নিহত হয়। ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম জানান, আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।