খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরে মে মাসে ৭ খুনের পর এবার ভাতিজার হাতে চাচা খুন, উত্তপ্ত দৌলতপুর।
জানাগেছে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার হাতে চাচা মাহাফুজুল হক এরেন (৬৫) নিহত হয়েছেন। শনিবার (১০ জুন ২০২৩) সন্ধ্যায় উপজেলার আড়িয়া ইউনিয়ের বড় পাককোলা এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা যায়,জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যায় ভাতিজার দেশি অস্ত্রের আঘাতে গুরুত্বর আহত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়। নিহত মাহাফুজুল হক এরেন (৬৫) উপজেলার আড়িয়া ইউনিয়নের বড় পাককোলা এলাকার মৃত খোদা বক্স মালিথার ছেলে।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, সন্ধ্যায় জমিজমার বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মাহাফুজুল হক এরেন নামের এক জন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।