খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক এমপি রেজাউল হক চৌধুরী নেতৃত্বে উপজেলার ১৪ ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানানের সাহদৎ বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেন।
সাবেক এমপি রেজাউল হক চৌধুরী নিজ বাস ভবনে গণ ভোজের বিশাল আয়োজন করেন। তিনি প্রত্যেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে চাউল ডাউল নগদ অর্থ ব্যানার বিতরণ করেন এবং বঙ্গবন্ধুর জন্য দোয়া প্রার্থনা করার জন্য আহ্বান জানান।
তিনি ওয়ার্ডকর্মীদের সঙ্ঘবদ্ধ হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সঙ্গবদ্ধ হওয়ার আহ্বান জানান। সাবেক এমপি প্রত্যেক মহল্লায় গ্রামে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তদারকি করেন এবং স্থান পরিদর্শন করেন। তিনি শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যার আসামীদের দেশে এনে বিচারের দাবী করেন।
তিনি নেতাকর্মীদের এই শোক দিবসে শোককে শক্তিতে পরিণত করার জন্য আহ্বান জানান।