দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়া দৌলতপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ২২ আগষ্ট মঙ্গল সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক মোঃ এহতেশাম রেজার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ এহতে শাম রেজা, বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট এজাজ আহামেম্মদ মামুন, এসিল্যান্ড মোঃ শাহীদুল ইসলাম,
ভাইস চেয়ারম্যান সাক্কির আহাম্মেদ, সোনালী খাতুন আলেয়া, বীরমুক্তিযোদ্ধা মোঃ হায়দার আলী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা , ডাঃ তৌহিদুল হাসান তুহিন, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম শাহীন ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল মান্নান, মোঃ সেলিম চৌধুরী, অধ্যক্ষ মোঃ সাদেকুজ্জামান খান,
শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মোঃ হোসেন আহাম্মেদ (স্বপন) জেলা প্রশাসক মোঃ এহতেশাম রেজা এ উপজেলায় সরকারী বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড স্বচ্ছ ও জবাব দিহিতার সাথে সম্পন্ন করার জন্য সকলের সহযোগীতা কামনা করেছেন। আয়োজিত মত বিনিময় সভায় শিক্ষক , সাংবাদিক, মুক্তিযোদ্ধা বৃন্দ, সরকারী কর্মকর্তা গন, সুধী বৃন্দ উপস্থিত ছিলেন।