খন্দকার জালাল উদ্দিন: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আমদহ গ্রামে স্বামী-স্ত্রী মধ্যে বিবাদকে কেন্দ্র করে যুবককে পিটিয়েছে আহত করেছে শ্যালক।
গত ১৪ সেপ্টেম্বর বিকেলে মিন্টু (৩৫), পিতা আব্দুল হালিম গ্রাম, দৌলতপুর কুষ্টিয়া, জানাই তার স্ত্রী আন্নি খাতুন (৩২) এর সাথে পারিবারিক কোন্দল মিটিয়ে দেবে বলে শ্যালক জয় হোসেন ও জন্নু মোবাইলে ডাকে। মিন্টু তাদের কথায় বিশ্বাস করে মাস্টারপাড়ায় আজিজুল মাস্টারের বাড়ির সামনে উপস্থিত হলে তাকে বেধড়ক পেটায়, তার সঙ্গে থাকা তার চাচাতো ভাই লিটন কেউ পিটিয়ে আহত করে।
এলাকাবাসী তাদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করে। মিন্টু এ ব্যাপারে দৌলতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে। এদিকে অভিযোগ দায়ের করার জন্য মিন্টুকে মোবাইলে মেরে ফেলার হুমকি অব্যাহত রেখেছে তার শ্যালক জয় ও জন্নু। মিন্টু এলাকার এন.জামান ইন্ডাস্ট্রিজ লি: একজন নাইট গার্ড। তার নিরাপত্তা নিয়ে সে আতঙ্কিত, এ ব্যাপারে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।