দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বিধবা বয়স্ক ও প্রতিবন্ধি ভাতা থেকে এক বছর যাবৎ বঞ্চিত, মোবাইল ম্যাসেজের অপেক্ষায় ভুক্তভোগীরা।
এলাকার বিভিন্ন দিক থেকে আসা বিধবা বয়স্ক ও প্রতিবন্ধি ভাতা ভোগীরা জানায়, তারা গত বছর ডিসেম্বর মাসে জুলাই থেকে সেপ্টেম্বর/২০ পর্যন্ত ভাতার টাকা ব্যাংক থেকে পেয়েছে। তার পর জানতে পারে মোবাইলে ম্যাসেজ আসলে টাকা পাবে।
কিন্তু এ ম্যাসেজ এক বছর হতে চললো আর আসেনা।
অনেকে গ্রামের দোকানে ঋণ করে জীবন ধারণ করে থাকে, ভাতার টাকা আসলে পরিশোধ করবে। টাকা না পওয়ায় ভুক্ত ভোগীদের কেহ ধার দেনা দিচ্ছে না, অনেকে গ্রাম্য সুদি ব্যবসায়ীর কাছে উচ্চ হারে সুদে টাকা নিয়ে জীবন ধারণ করছেন।
এ নিয়ে চরম হতাশায় ও মানবেতর জীবন যাপন করছে ভাতা ভোগীরা। এর মধ্যে অনেকে অভিযোগ করে বলেন আমাদের নিজেস্ব মোবাইল নাই, এলাকার মেম্বর ও প্রতিবেশীর মোবাইল নাম্বার দেওয়া আছে, তারা টাকা আসলেও বলে না।
অনেকে টাকা পেয়েছে এমন খবর পেয়ে চাপ সৃষ্টি করলে মেম্বর ও প্রতিবেশীরা বলে টাকা এসেছিল কিন্তু আমার বিশেষ প্রয়োজনে খরচ হয়ে গেছে, তুমি আস্তে আস্তে টাকা নিও, সে টাকা ভাতা ভোগীর কোন কাজে আসছে না।
এ বিষয় নিয়ে নানা রকম সমস্যা ও জটিলতা দেখা দিয়েছে। স্থানীয় সাংবাাদিকের কাছে এসে দুঃখ কষ্টের কথা গুলি বলেন এবং তারা এর সুষ্ঠ সমাধান চান।
এ বিষয়ে দৌলতপুর সমাজ সেবা অফিসার আতাউর রহমান জানান বিষয়টি আমারা ইতি মধ্যে অবগত হয়েছি, ৫০% কার্ডের সমস্যা দেখা দিয়েছে, ভুক্ত ভোগীদের জন্য পরামর্শ তাদের অনেকের মোবাইল নং ভুল অথবা নিজেস্ব মোবাইল নাই, তারা স্বশরীরে বা জনপ্রতিনিধির মাধ্যমে সমাজ সেবা অফিসে এসে সংশোধন করে নিয়ে যাই।