খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মশাউড়া মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ অন্যান্যদের নামে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষকাবৃন্দ। নিজের দোষ আড়াল করার জন্যই চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বাকী সংবাদ সম্মেলন করেছে বললেন শিক্ষকবৃন্দ।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে বিদ্যালয় অফিসে সকল শিক্ষক কর্মচারীর উপস্থিতিতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে ও মিথ্যা-বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায়, সংবাদ সম্মেলন করেছেন মশাউড়া মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান মোহাম্মদ।
সংবাদ সম্মেলন প্রধান শিক্ষক জান মুহাম্মাদ বলেন, ১৩৯ নং মশাউড়া মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯৯০ সালে ৩৩ শতাংশ জমির উপর নির্মিত হয়। বিদ্যালয়টি ৬ জন শিক্ষক ও ২১০ জন ছাত্রছাত্রী নিয়ে পরিচালিত হচ্ছে। বিদ্যালয়টিতে কোমলমতি শিশুদের লেখা পড়ার মান খুবই ভাল।
গত ০৩/১১/২০২৩ খ্রি: রোজ শুক্রবার মধ্যরাত হতে ভোর পর্যন্ত বিদ্যালয়ে আশে পাশের লোকজনের চোখ ফাঁকি দিয়ে বিদ্যালয় সংলগ্ন জমি দখল করে অবৈধভাবে জোরপূর্বক অত্র ইউনিয়নে চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বাকী এবং ০৫ নং ওয়ার্ডের মেম্বর সাহেব তাদের লোকজন দিয়ে রাস্তা নির্মান করেছিলেন।
সকালে নির্মিত রাস্তাটি দেখার পর ছাত্র-ছাত্রী এবং সহকারী শিক্ষদের সঙ্গে নিয়ে রাস্তাটি ভেঙ্গে ফেলি। কিন্তু পুনরায় তারা অবৈভাবে রাস্তা নির্মানের চেষ্টা করছে। পরে গত ৬ নভেম্বর সোমবার বিদ্যালয় চলাকালীন সময়ে চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বাকী বিদ্যালয় চত্বরে প্রবেশ করে বিদ্যালয়ে পুরুষ শিক্ষক, বিদ্যালয়ের কাজে বাহিরে থাকায় শিক্ষকাদের অশালীন ভাষায় গালাগালি করে এবং আমি প্রধান শিক্ষককে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায় ।
এ বিষয়ে আমি শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি এবং বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ হওয়ায়। চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বাকি নিজের দোষ আড়াল করতে গত ১৩ নভেম্বর নিজ পরিষদে সাংবাদিদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছে।
সংবাদ সম্মেলনে যেসব তথ্য সাংবাদিকদের তিনি দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য, আমি ্েব তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিষয়টি আমি সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করছি, এ সময় প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষক নুসরত জাহান, আকতার পারভীন, শাহিনা আকতার,রফিকুল ইসলাম, রুমা আকতারসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আল্লার দর্গা প্রেসক্লাব, দৌলতপুর প্রেসক্লাব ( ডি পি সি) ও রিপোর্টার্স ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বিন্দৃ।