খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়া দৌলতপুর থানা পুলিশের অভিযানে নাশতার মামলার পলাতক আসামী বি এন পি’র তিন শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।
রবিবার (১৯ নভেম্বর) রাতভর উপজেলার আল্লাহর দর্গা ও তারাগুনিয়া এলাকায় অভিযানে চালিয়ে তাদের আটক করে ।
আটককৃতরা হলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান লস্কর, উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু, যুগ্ম আহ্বায়ক আমির হামজা মিঠু শেখ।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় আমার নেতৃত্বে নাশকতা মামলার পলাতক আসামী উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর লস্কর, উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু, যুগ্ম আহ্বায়ক আমির হামজা মিঠু শেখ কে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।