২৫ ডিসেম্বর সোমবার রাতে কুষ্টিয়ার দৌলতপুরে রবিউল ইসলাম (৪৫) নামে এক যুবকের রহস্য জনক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের ছিলিমপুর গ্রামে নিজ ঘর থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত রবিউল ছিলিমপুর গ্রামের মৃত বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের বড় ছেলে। ধারণা করা হচ্ছে সোমবার দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী ও পুলিশ বলছে লাশের গায়ে একাধিক ক্ষত রয়েছে। তাই এটা হত্যাকান্ড বলে অনেকেরই ধারণা। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় পিপুল বাড়ীয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই শিমুরুল হাসান (শিমুল)। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দৌলতপুর থানার ওসি (তদন্ত) মো. রাকিব হাসান।
এ সময় তারা লাশটির সুরত হাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য লাশটি কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ।