খন্দকার জালাল উদ্দিন: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লার দর্গা উদ্দীপন এনজিও’র উদ্যোগে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে মেধা-বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। ২৮ ডিসেম্বর সকাল ১০ টায় উদ্দীপন অফিসের হলরুমে এ চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাল ব্যবস্থাপক ও সহকারী পরিচালক-১ মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাটল ব্যাংকের সদস্য শ্রী দুলাল দেবনাথ ও অধ্যাপক জহুরুল ইসলাম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসিফ হাসান-ব্যবস্থাপক দৌলতপুর অঞ্চল,
এছাড়া উপস্থিত থেকে বক্তব্য রাখেন এস.এম মনজুর হোসেন-শাখা ব্যবস্থাপক উদ্দীপন আল্লারদর্গা শাখা, উপস্থিত ছিলেন শামীম রেজা-শাখা ব্যবস্থাপক দৌলতপুর শাখা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আল্লার দর্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দিন, বৃত্তি প্রাপ্তদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রী রওশনারা ও জান্নাতুল মাওয়া জবা। ১৩ জন শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির চেক বিতরণ করা হয়। এছাড়া পরে বেলা ১টার দিকে উদ্দীপন ক্যাটল ব্যাংক থেকে গরিব অসহায়ের মধ্যে গরু বিতরণ করা হয়।
বৃত্তির চেক প্রাপ্ত ছাত্রী রওশানারা ও জান্নাতুল মাওয়া জবা আবেগে আপ্লুত হয়ে জানায় আমাদেরকে উদ্দীপন যে মূল্যায়ন করলো ও মেধার সম্মান জানাল আমরা কোন দিন ভুলবো না। আমাদের এই প্রথম মেধার মূল্যায়ন হিসেবে কিছু উপহার পাওয়া। তারা উদ্দীপন কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে।