খন্দকার জালাল উদ্দীন:কুষ্টিয়ার দৌলতপুরের আল্লারদর্গা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর ) ২০২৩ সালের শেষ মিটিং সকাল সাড়ে ১০ টায় প্রেসক্লাবের মিলায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দীনের (দৈনিক বাংলাদেশ বার্তা) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল আনামের (দৈনিক জনকণ্ঠ) সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা(সাপ্তাহিক সোনার বাংলা),
যুগ্ম সাধারণ সম্পাদক সম্রাট আলী(দৈনিক গণকণ্ঠ), সেলিম রেজা(দৈনিক বর্তমান কথা)।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা (দৈনিক বাংলাদেশ সমাচার), দপ্তর সম্পাদক মিলন আলী (দৈনিক বিশ্ব মানচিত্র), প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরান আহমেদ রাজীব (শীর্ষ খবর),
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জোহন মন্ডল,তথ্য ও গবেষণা সম্পাদক নসিব উদ্দীন (সাপ্তাহিক দৌলতপুর বার্তা), সদস্য নাসমুস সাদাত খান (দৈনিক অগ্নিশিখা), জহুরুল ইসলাম (দৈনিক হিসনা বাণী) প্রমুখ।
পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা ও প্রেসক্লাবের আয় ব্যায়ের হিসেব, প্রেসক্লাবের উন্নয়নে বিষয়ে বিভিন্ন আলোচনা করা হয়।