খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরে অগ্রযাত্রা মানব কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে ইঞ্জিনিয়ার সাকিল খানের সহায়তায় শীতার্তদের মাঝে ভালোবাসার উপহার কম্বল বিতরণ করেছে।
শনিবার (২০ জানুয়ারি) সকাল ১১ টার সময় উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার মাহ্তামিম হাফেজ ক্বারী মোঃ আশিকুর রহমান রাসেল এর সঞ্চালনায়, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রযাত্রা মানব কল্যাণ ফাউন্ডেশনের যুগ্ন আহবায়ক ও দৌলতপুর অনার্স কলেজের প্রভাষক তানজিন হাসান শাহিন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা প্রাণের আলো রক্তদান ফাউন্ডেশন ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দৌলতপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, অগ্রযাত্রা মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্য গোলাম মাওলা রনি, প্রাণের আলো রক্তদান ফাউন্ডেশন সদস্য বজলুর রহমান, মোঃ শাহিনুজ্জামানসহ প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, , উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মোঃ বজলুর রশিদ, আমদহ পাইকপাড়া জামে মসজিদের সভাপতি মোঃ মানিক হোসেন, মোঃ সরওয়ার জাহান সহ আমদহ দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার সকল শিক্ষক ও ছাত্র বৃন্দ।
এ সময় মাদ্রাসা আবাসিক -অনআবাসিক শিক্ষার্থীদের মাঝে ৩০ পিছ ভালোবাসার উপহার শীতবস্ত্র কম্বল দেওয়া হয়।
উক্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে বলেন আমরা ইঞ্জিনিয়ার শাকিল খানের দিক নির্দেশনায় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমরা চাই দৌলতপুরসহ সারাদেশের অসহায় মানুষ গুলো যেন কেউ শীতের জন্য কষ্ট না পায়। এই লক্ষ্যে অগ্রযাত্রায় মানব কল্যাণ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।