দৌলতপুর দুটি বিদেশী পিস্তল গুলি ও মাগজিন সহ ব্যবসায়ী শামীম গ্রেপ্তার
খন্দকার জালাল উদ্দিন:কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন এলাকা থেকে দুটি বিদেশী পিস্তল গুলি ও মাগজিন সহ শামীম হোসেন নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি। গ্রেপ্তারকৃত শামীম হেসেন রামকৃঞ্চপুর ইউনিয়নের ইনসাফনগর চরপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
বর্ডার গাডর্ বাংলাদেশ (৪৭বিজিবি) জানায়, বুধবার বিকালে বাংলাদেশ ভারত সীমান্ত সংলগ্ন ১৫৩/৬ এস সীমানা পিলারের ২ কিলোমিটার বাংলাদেশ অভ্যান্তরে ভাগজোত ঘাট নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালায় বিজিবি। এ সময় বিজিবি‘র সন্দেহ হলে শামীম হোসেন কে আটক করে জিজ্ঞাসাবাদ করে।
এবং তার দেহ তল্লাশী করে ২ টি বিদেশী পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও ৪ টি ম্যাগজিন উদ্ধার করে।ব্যাপারে দৌলতপুর থানায় অস্ত্র আইনে শামীম হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, শামীম দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্রের কারবার চালিয়ে আসছিল।