খন্দকার জালাল উদ্দিন: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গায় বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্দোগে নানা আয়োজনে মহান একুশে পালন করা হয়।
স্কুল,কলেজ, প্রেস ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন আয়োজনে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। খন্দকার এম.একাডেমী’র উদ্দোগে নানা আয়োজনে মহান একুশে পালন।
নাসির উদ্দীন বিশ্বাস উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়,আল্লারদর্গা হাইস্কুল, আল্লারদর্গা সরকারী প্রথমিক বিদ্যালয়,রহিমা বেগম একাডেমী,আল্লারদর্গা মডেল স্কুলসহ বিভিন্ন-কলেজ ও প্রতিষ্ঠান দিবসটি যথাযথা মর্যাদায় শহিদ মিনারে পূস্পস্তবক অর্পণ,র্যলি,আলোচনা সভা ও দোয়া করা হয়।
এদিকে একুশে ফেব্রুয়ারি সকাল ৮ টায় প্রেস ক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দীনের উদ্যোগে একটি র্যলি অনুষ্ঠিত হয়, র্যালিটি আল্লারদর্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে গিয়ে শেষ হয় এবং শহীদদের উদ্দেশ্যে পূষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আল্লারদর্গা প্রেস ক্লাবেএসে আলোচনা সভা ও শহীদদের উদ্দেশ্যে দোয়ার আয়োজন করা হয়।
খন্দকার জালাল উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাইদুল আনাম, অর্থ সম্পাদক মিলন আলী, সদস্য সেলিম রেজা প্রমূখ। অনুষ্ঠাটি সার্বিক সঞ্চালনা করেন সুমানা খাতুন, আলোচনা শেষে ভাষা আন্দোলনে শহীদদের আত্বার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।