খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরে ৬ষ্ট জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার সকাল ১০ টায় এ উপলক্ষে ব্যানার সহ বর্নাঢ্য র্যালি উপজেলা বাজার প্রদক্ষিন শেষে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা অঞ্জন কুমার,
সঠিক তথ্যে ভোটার হব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো এ প্রতিপাদ্য বিষয়ে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এজাজ আহাম্মেদ মামুন,
বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সোনালী খাতুনআলেয়াসমাজসেবাকর্মকর্তা মোঃ তোফিকুররহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ সেকেন্দার আলী, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন)। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা বৃন্দ, মুক্তিযোদ্ধা বৃন্দ, শিক্ষক,সাংবাদিক উপস্থিত ছিলেন।