আব্দুল লতিফ- বগুড়া বিশেষ প্রতিনিধি: বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা গত বৃহস্পতিবার রাতে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. আব্দুর রহিম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশন একটি ঐতিহ্যবাহি ও আস্থার সংগঠন। কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাংগঠনিক দক্ষতা দ্বারা এ সংগঠনটি অন্যতম সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে। মানুষের সেবার প্রত্যয়ে এ সংগঠনটি হোক আলোকবর্তিকা। এজন্য সকলের সহযোগিতা দরকার।
সেই সাথে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাউছার উল্লাহ আরিফের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুল লফিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আল মুমিন, কোষাধ্যক্ষ মামুনুর রশিদ মামুন, প্রদর্শনী সম্পাদক জাফর আহম্মেদ মিলন, কার্যনির্বাহী সদস্য সাবু ইসলাম প্রমুখ।