নববর্ষের গান গায়,
ধুলির পৃথিবী রঙে রঙে রঞ্জিত হোক
এই কামনায়।
স্রষ্টার কাছে প্রার্থনা করি,
পুরাতন ধরা ছিন্নভিন্ন গ্লানি
মুছে দাও হে দয়াময়।
যুদ্ধের দামামা ক্ষুধা দারিদ্র
অসহায় মানুষের আত্মনাদ,
ক্ষমা কর প্রভু জীবন যাদের অসহায়।
সভ্য পৃথিবীর অসভ্য রীতি নীতি,
বঞ্চিত মানুষের নিদারুণ কষ্ট
দূর কর প্রভু।