মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত সৈনিক ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের উদ্যোগে খাবার স্যালাইন ও পানীয় শরবত বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টার সময় উপজেলার তারাগুনিয়া থানার মোড় বাসস্ট্যান্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া -১ দৌলতপুর আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরীর বড় ছেলে ইমরান চৌধুরী কলিন্স,
দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জান মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর অবসর প্রাপ্ত আবু হানিফ বিজিবি, কর্পোরাল অবসর প্রাপ্ত ইনছার আলী, দৌলতপুর মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সভাপতি মহাসীন আলী, সাধারণ সম্পাদক গোলাম বখতিয়ার খান,
কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সামিয়া আক্তার ইভা,সহ-সভাপতি
দৈনিক জনকণ্ঠের সাংবাদিক সাইদুল আনাম, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, মনিররুল ইসলাম সহ স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন পথ চারী ও যানবহনের যাত্রীদের মাঝে খাবার স্যালাইন ও পানীয় শরবত বিতরণ করা হয়।