খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজেএ একদিন পর আসলাম উদ্দীন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ মে) সকাল দশটার দিকে আসলামের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এর আগে বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকা মধ্যপাড়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ওই কিশোর নিখোঁজ হয়। আসলাম উদ্দীন একই এলাকার বাহার মালিথার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মনোয়ারা খাতুন জানান, বৃহস্পতিবার দুপুরে আসলামসহ ১০ থেকে ১২ জন সমবয়সী কিশোর পদ্মা নদীতে গোসলে নামে। কিন্তু সবাই উঠে আসলেও আসলাম নিখোঁজ হয়। পরবর্তীতে আসলামের বাবাসহ এলাকাবাসী খোঁজাখুঁজি করে না পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি দল পদ্মা নদীতে বৃহস্পতিবার অভিযান চালায়। অবশেষে শুক্রবার তার মরদেহ উদ্ধার করা হয়।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খুলনা থেকে এসে কাজ করছিল। সেই সঙ্গে তাদের একটি টিম ঘটনাস্থল পর্যবেক্ষণে ছিল বলে জানান তিনি।