খন্দকার জালাল উদ্দীন : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মঙ্গলবার (২১মে) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আনারস ৯৭২৮৯ টিউবওয়েল ৪৫০৬৯ কলস ৫০১৩০ ভোট পেয়ে বিজয়ী উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কুষ্টিয়ার দৌলতপুরে গতকাল মঙ্গলবার সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
তবে বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল কম। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী (আনারস) প্রতীক নিয়ে ৯৭ হাজার ২৮৯ ভোট পেয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আনিসুর রহমান (ঘোড়া) প্রতীক নিয়ে মাত্র ৫ হাজর ৩৭৬ ভোট পেয়ে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।
ভাইস চেয়ারম্যান প্রার্থী দৌলতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের ছোট ভাই কামরুজ্জামান কামরুল (টিউবয়েল) প্রতীক নিয়ে ৪৫ হাজার ৫৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহেরুল ইসলাম (তালা) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪৩ হাজার ৫৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ইকফাত আরা কবিরাজ জলি (কলস) প্রতীক নিয়ে ৫০ হাজার ১৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোনালী খাতুন আলেয়া (হাস) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩১ হাজার ১০ ভোট।
বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে কোন ভোট কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়নি। দুপুর গড়িয়ে গেলেও কোন কোন কেন্দ্রে শতকরা ৩ ভাগ, কোন কেন্দ্রে ৫ ভাগ ভোট পোল হতে বা পড়তে দেখা গেছে। উপজেলার শ্যামপুর হাইস্কুল কেন্দ্রে দুপুর ১টা পর্যন্ত শতকরা ৩ ভাগ ভোট পোল হতে দেখা গেছে।
আবার উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শেরপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র,কামালপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ও আল্লারদর্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল বা প্রক্সি ভোট দিতে দেখা গেছে।
আবার অনেক কেন্দ্রে প্রর্থীদের এজেন্টও পাওয়া যায়নি। উৎসববিমুখ ভোটে ভোটারদের উপস্থিতি না থাকলেও প্রক্সি বা জাল ভোটের কারনে ভোটের হার বেড়েছে এমনটি অনেকে মন্তব্য করেছেন অনেকে। এদিকে ভোটের শেষ সময় এসে বিকেল সাড়ে ৩টায় পরাজয় নিশ্চিত জেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে চেয়ারম্যান পদে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনিসুর রহমান ভোট কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষনা দিয়েছেন।
ভোটের বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ বলেন, দৌলতপুরে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।