খন্দকার জালাল উদ্দিন: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারে ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। ২২ আগস্ট দুপুর সাড়ে বারোটার দিকে আল্লারদর্গাস্থ দোকানে যাওয়ার পথে ব্যবসায়ী কাজল (৩২) কে পিটিয়ে আহত করেছে ৮-১০ জন দুর্বৃত্ত।
এলাকাবাসী জানায়,ভেড়ামারা উপজেলার পাটুয়াকান্দি গ্রামের জার্মান মেম্বারের ছেলে কাজল তার আল্লারদর্গাস্থ দোকানে বাড়ি থেকে যাওয়ার পথে হল বাজর ওবাইদুলের চায়ের দোকানের সামনে, ৮/১০ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাকে গতি প্রতিরোধ করে এবং বেধড়ক পিটিয়ে আহত করে।
এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়লে পড়ে জ্ঞান হারালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এলাকার লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। এলাকার ব্যবসায়ীরা প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে আহত করায় ক্ষোভ প্রকাশ করে এবং আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে এর বিচার দাবি করে।