খন্দকার জালাল উদ্দীন : দৌলতপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ উপলক্ষে র্যালি ওআলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকা সাড়ে ১০টায়উপজেলা পরিষদ চত্বরে র্যালি শেষে পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলার সহকারী প্রোগ্রামার সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, সাংবাদিক আহমেদ রাজু প্রমুখ।
আলোচনা সভায় দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবাইদুল্লাহ জন্ম ও মৃত্যু নিবন্ধনে যাতে মানুৃষের দুর্ভোগ না হয় ও সরকারী যথাযথা নির্দেশনা অনুযায়ী সে জন্য ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাদের দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় উপজেলা অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।