খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় হোসেনাবাদ গোড়ের পাড়া গ্রামে বজ্রপাতে চার জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৯ জন। বুধবার (০৯ অক্টোবর) বেলা ২.৩০ মিনিটে গোড়ের পাড়া স্থানে এ বজ্রপাতের ঘটনা ঘটে, তারা সবাই কৃষক, তামাকের চারার বেডে কাজ করছিল । দৌলতপুর থানা পুলিশ ও হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার হোসেনাবাদ গোড়ের পাড়া এলাকার আওলাদ হোসেন (৬২) পিতা মৃত হাউস জদ্দার, নিজাম উদ্দিন (৫৫) পিতা ময়েন উদ্দিন, তরিকুল (২৫) পিতা মুজাম উদ্দিন, সর্ব সাং গোড়ের পাড়া । জহুরা (৪০) স্বামী: জামান গ্রাম: ফারাকপুর বটতলা। ছাড়াও আহত ৯ জন।
এদের মধ্যে চারজনকে হাসপাতালে আশঙ্কা জনক অবস্থায় ভর্তি করা হয় । গুরুতর আহতরা হোসেনাবাদ গোড়ের পাড়া গ্রামে, সুমন (৩৫) পিতা, ওয়াহাব,সুবল( ৩০),জহুরুল ইসলাম (৩৫), ও পার্শ্ববর্তী বেজপুর গ্রামের জাকির হোসেনের স্ত্রী আসিয়া খাতুন (৫০) দৌলতপুর ও কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি হয়েছে।