দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সীমান্ত সংলগ্ন চিলমারী ইউনিয়নের পদ্মা নদী এলাকার চিলমারী ভূমি অফিস প্রস্তাবিত ইউনিয়ন পরিষদের স্থান উদয়নগর বিজিবি ক্যাম্প পরিদর্শন করেন দৌলতপুরের নবগত উপজেলা নির্বাহী কর্মকর্তা
মো: আব্দুল হাই সিদ্দিকী।
15.11.24 শনিবার দুপুরে পরিদর্শন কালে উপস্থিত ছিলেন চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল মান্নান, নির্বাহী কর্মকর্তার অফিস সহকারি মো: রুহুল আমিন।এছাড়াও চিলমারী ইউনিয়নের ইউপি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল হাই সিদ্দিকী চিলমারী বিওপি ক্যামসহ অন্যান্য স্থাপনা নদী ভাঙনের হাত থেকে রক্ষা কল্পে তার সার্বিক সহযোগিতার কথা উল্লেখ করেন।