খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৮০ লক্ষ টাকা মূল্যের ১.৬ কেজি কোকেন উদ্ধার উদ্ধার করেছে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের সদস্যরা। সোমবার দুপুরে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি, স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রোববার রাত সোয়া এগারোটার দিকে দৌলতপুর সীমান্তের বিজিবি আশ্রায়ন বিওপি টহল দল কর্তৃক পুরাতন ঠোটারপাড়া মাঠ নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০.৩৮০ কেজি কোকেন উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য ১৯,০০,০০০ (উনিশ লক্ষ) টাকা।
অপরদিকে সোমবার বেলা ১১ টার দিকে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়ন বিশেষ টহল দল মিরপুর রেলওয়ে ষ্টেশনে রহনপুর হতে খুলনাগামী ্য়ঁড়ঃ;মহানন্দা এক্সপ্রেস মেইল্য়ঁড়ঃ; ট্রেন থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১.২২০ কেজি কোকেন উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য ৬১,০০,০০০ (একষট্টি লক্ষ) টাকা। এ বিষয়ে দৌলতপুর ও মিরপুর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।