খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পুরাতন আমদহ মাঠে পূর্বশত্রুতার জের ধরে জোরপূর্বক কৃষকের পাওয়ার টিলার দিয়ে ৮ বিঘা জমির ফসল নষ্ট করার অভিযোগ। অভিযোগ ও পুলিশ সূত্রে জানাগেছে জোরপূর্বক জমি দখল ও ৮ বিঘা জমির গম,মসুর,তামাক ও সরিসা ফসল নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে।
এলাকার আমদহ গ্রামের -মোঃ মহির উদ্দিন ফকা এর ছেলে কৃষক মোঃ শাহিনুর রহমান খোকন জানান, ০৮-১২-২০২৪ তাং সকাল অনুমান ০৭.০০ সময় উল্লেখিত বিবাদীরা আমার জমিতে থাকা সরিষা, গম, তামাক, মসুরীর ফসলের ক্ষেতে ভিতর অনধিকার দাবি করে প্রবেশ করে পাওয়া টিলার দিয়ে জোরপূর্বক জবর দখল করার জন্য চাষ দিয়ে আমার ফসল নষ্ট করেছে ক্ষতির পরিমাণ সর্ব সাকুল্যে ৩ লাখ টাকা।
অভিযোগ সূত্রে জানা যায় ১। মোঃ সুমন হোসেন (৪৫) পিতা-মোঃ রহিম উদ্দিন মন্ডল ২। মোঃ আমিরুল ইসলাম (৫৫) পিতা- মোঃ ছুন্নত মোল্লা ৩। মোঃ আকবর আলী (৫৫) পিতা মৃত-ইয়াদ আলী মন্ডল ৪। মোঃ তজেল মন্ডল (৫০) ৫। মোঃ জালাল মন্ডল (৪৭) উভয় পিতা মৃত-আছিরুদ্দিন মন্ডল ৬। মোঃ আব্দুর রাজ্জাক (৪০) পিতা মৃত-মুঞ্জিল ৭। মোঃ বিল্লাল মন্ডল (৪০) পিতা মৃত-ওয়াজ মন্ডল ৮। মোঃ জাহাঙ্গীর মন্ডল (৫০) পিতা মৃত-ওয়াজ মন্ডল ৯। মোঃ মুন্না হোসেন (২৬) ১০। মোঃ জিশান (২২) উভয় পিতা-মোঃ আমিরুল ইসলাম ১১। মোঃ আয়েন উদ্দিন (৫৫) পিতা মৃত-কায়েম উদ্দিন, সর্ব সাং-পুরাতন আমদহ, ইউনিয়ন-পিয়ারপুর, খানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া।
বিবাদীরা খুবই অসামাজিক ও সন্ত্রাসী প্রকৃতির লোক। তিনি আরো জানান, আমার আমদহ মৌজায় ০৮ (আট) বিঘা জমি আছে। যার আরএস খতিয়ান- ১৩০৭, আরএস দাগ-৪৬৩, ২৫১৯, ২৫২১, ৩১৪১, ৪৭০, মোট জমির পরিমান-০৮ (আট) বিঘা । উক্ত জমি উল্লেখিত বিবাদীরা জোরপূর্বক জবর দখল করার পায়তারা করেছে বিভিন্ন ধরনের হুমকি ধামকি, মিথ্যা মামলার ভয়ভীতি সহ খুন জখমের হুমকি দিয়া দিতে থাকে।
এমতাবস্থায় ইং গত ০৮-১২-২০২৪ তাং সকাল অনুমান ০৭.০০ ঘটিকার সময় উল্লেখিত বিবাদীরা আমার জমিতে থাকা সরিষা, গম, তামাক, মসুরীর ফসলের ক্ষেতে ভিতর অনধিকার দাবি করে প্রবেশ করে পাওয়া টিলার দিয়ে জোরপূর্বক জবর দখল করার জন্য চাষ দিয়ে আমার ফসল নষ্ট করেছে এই ঘটনার ব্যাপারে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ চরম হতাসা ব্যাক্ত করেছে। বাদী দৌলতপুর থানায় অভিযোগ করলে তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক ঘটনা স্থল পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা মিলেছে বলে জানান, তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।