দৌলতপুরে বিজয় দিবসের নিউজ সংগ্রহের সময় যুবদল নেতার হামলায় আহত সাংবাদিক
দৌলতপুর প্রতিনিধি :কুষ্টিয়া দৌলতপুরে মহান বিজয় দিবসের নিউজ সংগ্রহের সময় দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ আছানুল হক এর উপর সন্ত্রাসী হামলা হয়েছে।
১৬ ডিসেম্বর সকাল ১১ টার সময় বিজয় দিবস উপলক্ষে দৌলতপুর উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল, উপজেলা বি এন পি সাবেক সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, উপজেলা জেলা বি এন পির সাবেক অ্যাডভোকেট রমজান আলী, একটি শোভাযাত্রা নিয়ে রিফায়েতপুর বাজার থেকে হাজার হাজার নেতা কর্মী নিয়ে উপজেলা চত্বরে উপস্থিত হন।
উপজেলা চত্বরে উপস্থিত হয়ে শ্রদ্ধাঞ্জলি নিয়ে র্যালী শুরু করলে সাংবাদিক আছানুল হক র্যালীর ভিডিও করছিলেন এমন সময় দৌলতপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ( শীর্ষ মাদক-অস্ত্র ব্যবসায়ী ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফার ক্যাডার ) টুটুল হোসেনের সন্ত্রাসী বাহিনী সহ ১০ থেকে ১২ জন হামলা চালায়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বি এন পির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, বিল্লাল হোসেন চেয়ারম্যান, দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহম্মেদ বাচ্চু । এ সময় সাংবাদিক আছানুল গুরুত্ব আহত হন।
সাংবাদিক আছানুল হক বলেন, আমি বিজয় দিবসের নিউজের জন্য একটি র্যালীর ভিডিও ফুটেজ নিচ্ছিলাম। হঠাৎ করে পিছন দিক থেকে আমাকে আক্রমণ করে টুটুল নামের এক সন্ত্রাসী তার সাথে সময় আরো ১০ থেকে ১২ জন ছিল । এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করছি আমি।
এ বিষয়ে দৌলতপুর উপজেলার বি এন পির সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল বলেন, সাংবাদিক আছানুল হক দীর্ঘ ১০ বছর যাবত আমাদের বি এন পির সকল নিউজ কাভারেজ দিয়ে আসছে। দলের দুসময়ে যখন কোন সাংবাদিক বি এন পির পক্ষে নিউজ করতে সাহস পাই নাই তখন আছানুল হক বি এন পির সকল নিউজ করেছে।
আজ আমরা জাতীয় দিবস পালন ও শহীদবেদিতে শ্রদ্ধাঞ্জলি দিতে যাচ্ছিলাম এবং সাংবাদিক আছানুল হক ভিডিও চিত্র ধারন করছিল সময় আছানুল হক এর উপর হামলা হয়েছে বিষয় টা দুঃখজনক। ঘটনার সূত্র তদন্ত পূর্বক বিচার হওয়া উচিত।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা বি এন পি সাবেক সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন বলেন, আমরা শহীদবেদিতে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য নেতাকর্মীদের নিয়ে শহীদবেদির দিকে যাচ্ছিলাম এবং সাংবাদিক আছানুল হক তা ভিডিও ধারন করছিলেন এমন সময় দৌলতপুর উপজেলা বি এন পির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, দৌলতপুর উপজেলার যুবদলের আহ্বায়ক বেনজির আহম্মেদ বাচ্চু এর উপস্থিতেই টুটুল নামে একজন তার বাহিনী নিয়ে সাংবাদিকের উপর হামলা চালায়। বিষয়টি দুঃখজনক।
এ বিষয়ে গোলাম মোস্তফা বলেন, কিছু বুঝে উঠার আগেই টুটুল হামলা করেছে। তবে বিষয়টা দুঃখজনক।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা বি এন পি সভাপতি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোনকল রিসিভ করেন নাই।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা বলেন এখন পর্যন্ত এমন অভিযোগ আসেনি আমাদের কাছে এলে ব্যবস্থা নেওয়া বহে।