দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। সকালে দৌলতপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী সহ সরকারি কর্মকর্তা বৃন্দ।
এর পরেই দৌলতপুর মুক্তিযোদ্ধা সংসদ, দৌলতপুর থানা পুলিশ,বিএনপির অঙ্গ সংগঠন, দৌলতপুর প্রেসক্লাব, বৈষমবিরোধী ছাত্র আন্দোলন,দৌলতপুর ডিগ্রী কলেজ, ডি,পি,সি,সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান। শেষে সকাল সাড়ে দশটায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, এসিল্যান্ড মো: ফয়সাল আহাম্মেদ, বীর মুক্তিযোদ্ধা, মো: রিয়াজ উদ্দিন, মো: রেজাউল হক, মো: আওরঙ্গ জেব, অফিসার ইনচার্জ মো: নাজমুল হুদা, উপজেলা কৃষি কর্মকর্তা, মো: নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শফিউল আলম।
এতে সরকারি কর্মকর্তা বৃন্দ, মুক্তিযোদ্ধা বৃন্দ শিক্ষক, সাংবাদিক, উপস্থিত
ছিলেন। শেষে দুপুরে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষ খাবার বিতরণ,ও দৌলতপুর মডেল মসজিদ প্রাঙ্গনে বাদ জোহর শহীদদের স্মরণেও দেশের সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।