খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী মেম্বরের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা বড়ি ও নগদ টাকা উদ্ধার করেছে। এসময় বিএনপি নেতা ও শীর্ষ মাদক ব্যবসায়ী লিয়াকত আলী মেম্বরকে না পেয়ে তার ছেলে ও স্ত্রীকে আটক করা হয়েছে। রবিবার ভোররাতে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীচর গ্রামে এ অভিযান চালানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদক ব্যবসার গোপন সংবাদ পেয়ে কুষ্টিয়া সেনা ক্যাম্পের সদস্যরা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শীর্ষ মাদক ব্যবসায়ী লিয়াকত আলী মেম্বরের বাড়িতে অভিযান চালায়। এসময় লিয়াকত আলীর বাড়ি থেকে ১ হাজার পিস ইয়াবা বড়ি ও নগদ ১৯ লাখ ৬৭ হাজার টাকা উদ্ধার করে তারা। অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী ও স্থানীয় বিএনপি নেতা লিয়াকত আলী মেম্বরকে না পেয়ে মাদক ব্যবসার সহযোগি তার স্ত্রী কাজল রেখা (৪৬) ও তার ছেলে আবরাহাম লিংকন (২৪) কে আটক করে সেনা সদস্যরা।
মাদকসহ আটকের বিষয়ে দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল বলেন, বিষয়টি আমার জানা ছিলনা। যদি এমন হয়ে থাকে আমরা তাকে বহিষ্কার করবো।
এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সাবেক ইউপি সদস্য লিয়াকতের বাড়িতে অভিযান চালিয়ে ১৯ লাখ ৬৭ হাজার নগদ টাকা ও ১ হাজার পিস ইয়াবা বড়ি সহ তার স্ত্রী এবং সন্তানকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে। মামলা এন্ট্রি হলে আজকেই আসামীদের কারাগারে পাঠানো হবে।