খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১৩ জন আহত হয়েছে।
আহতদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের আড়িয়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে আড়িয়া গ্রামের আমিরুল ইসলাম ও জিন্নাত আলীর লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় উভয় পক্ষের লোকজন লাঠি, রড় সহ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের অপর হামলা চালায়। প্রায় ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের আমিরুল ইসলাম, আশিকুর রহমান, জিন্নাত হোসেন, কাজল, সজল, অভি, কিনু, মহররম, জনিরুল, আকাশ, শাহেদ ও রাহুল আহত হয়।
এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
সংঘর্ষের ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, সংঘর্ষের খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।