দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয়তাবাদী দল বিএনপির পিয়ারপুর ইউনিয়নের আঞ্চলিক অফিস উদ্বোধন ও আলোচনায় সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল বুধবার (২২ জানুয়ারি) বিকালে ৪ টার সময় উপজেলার পিয়ারপুর ইউনিয়ন অন্তর্গত আমদহ বাজারে পিয়ারপুর ইউনিয়নের আঞ্চলিক অফিস উদ্বোধন ও সাবেক যুবদল নেতা মোঃ আলম হোসেনের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
৮নং পিয়ারপুর ইউনিয়নের প্রবীন নেতা মোঃ কলিমুউদ্দীন সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলার বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি শামীম রেজা মোল্লা, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক মাহাবুব রহমান লস্কর, সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জহুরুল করিম বিশ্বাস,
৮নং পিয়ারপুর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম বিশ্বাস, পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব খন্দকার আরিফুর রহমান, দৌলতপুর থানা যুবদল সাবেক সহ সভাপতি মোঃ মাহবুবুর রহামন সবুর মোল্লা, পিয়ারপুর ইউনিয়নের বিএনপির যুগ্ম আহবায়ক হাজী আতাহার আলীসহ প্রমুখ।
পিয়ারপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে প্রধান অতিথির বক্তব্য বলেন, আওয়ামী ফ্যাসিবাদরা গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত সবাই মানুষকে দীর্ঘ ১৭ বছর নানা ভাবে অত্যাচারিত করে রেখেছে। ৫ই আগস্ট এর পরে মানুষ আশা নিয়ে আছে অতীতের ঐ দূর্ষহ অত্যাচার আর বাংলার মাটিতে আর ফিরবে না।
মানুষ সপ্ন দেখে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বিএনপির হাত ধরে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা যে আপনারা সাধারণ মানুষের পাশে গিয়ে কাজ করেন। মানুষের আস্থা অর্জন ছাড়া অন্য কোন বিকল্প নাই। মানুষ যেন আপনার কাছে সুষ্ঠু বিচার পাবে এমন বিশ্বাস ও আস্থা অর্জন করতে হবে।
আপনারা আমাদের নেতা তারেক রহমানের উপর আস্থা রাখেন, বেগম খালেদা জিয়ার উপর আস্থা রাখেন, আমাদের দৌলতপুর উপজেলার নেতা রেজা আহামেদ এর উপর আস্থা রাখেন আমরা আপনাদের সেই সপ্নের বাংলাদেশ উপহার দিতে পারব ইনশাল্লাহ। দল ক্ষমতার গরমে আর কোন অন্যায় অত্যাচার এই বাংলার মাটিতে হবে না।
কেউ যদি দলের গরমের অন্যায়, দূর্ণীতি করে তার বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাল্লাহ। তাই পক্ষপাতিত্ব বাদ দিয়ে সাধারণ মানুষের আস্তা অর্জন করতে হবে।আমাদের সকল ষড়যন্ত্রকারী থেকে সাবধান হয়ে জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।