মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টার এদিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর মতবিনিময় সভার আয়োজন করে।সভায় সভাপতিত্ব করেন,উপজেলা মৎস্য কর্মকর্তা (চ:দা:) হোসেন আহমদ।সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।
গাংনী উপজেলা সহকারী কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অন্ডাম,সহ-সভাপতি সাহাজুল ইসলাম সাজু,সাংগঠনিক সম্পাদক লিটন মাহমুদসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। প্রসঙ্গত শনিবার (২৮ আগস্ট) জাতীয় মৎস্য সপ্তাহের প্রথম দিন থেকে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে
গাংনী উপজেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।কর্মসূচীর মধ্যে রয়েছে। এগুলো হলো -২৮ সেপ্টেম্বর প্রথমদিন জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে মাইকিং ও ব্যানার ফেস্টুনের মাধ্যমে প্রচার-প্রচারণা করা,২৯ সেপ্টেম্বর উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত,
মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন,৩০ সেপ্টেম্বর মৎস্যজীবি ও মৎস্য চাষীদের নিয়ে মতবিনিময় সভা করা,৩১ সেপ্টেম্বর উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান ও পুকুরের মাটি ও পানি পরীক্ষা করা,
১ অক্টোবর উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান,পুকুরের মাটি ও পানি পরীক্ষা এবং মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র,২ অক্টোবর সুফলভােগীদের প্রশিক্ষণ এবং ৩ অক্টোবর সপ্তম দিন ভিডিও কনফারেন্সীং এর মাধ্যমে জেলা পর্যায়ে কর্মকর্তাগণের সাথে উপজেলা পর্যায়ে কর্মকর্তাগণের মতবিনিময় এবং মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান।