ভেরামারা প্রতিনিধি : ভেড়ামারা বিলশুকার বিলে পূর্বশত্রুতার জেরে ও
পানি নিষ্কাশনের মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী
হামলার ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ সন্ত্রাসীদের হাসুয়ার
এলোপাতাড়ী কোপে ৬ জন রক্তাক্ত জখম হয়েছে।
১। রবিউল ইসলাম ২। আশরাফুল ইসলাম ও ৩। ময়না
ভেড়ামারা উপজেলা স্বাস্থকমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
এবং আশংকাজনক অবস্থায় ১। লিপন ২। মখলেছুর
ও আফতার ৩ জন রাজশাহী মেডিকেলে ভর্তি আছেন।
উল্লেখ্য, হাসুয়ার কোপে লিপনের ডান হাতের মধ্যমা,
তর্জনী ও অনামিকা আঙ্গুল কেটে পড়ে যায়।
লিখিত অভিযোগে জানাযায়, আজ শুক্রবার সকাল
৭ ঘটিকায় বিলশুকা ভবানীপুরের দানেজ আলীর
নেতৃত্বে রাব্বি, উজ্জল, কামরুল সহ অঙ্গাতনামা ১০/১৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পূর্বপরিকল্পিত ভাবে এই বর্বরোচিত হামলা চালায়।
এব্যাপারে সাইফুল ইসলাম বাদি হয়ে ভেড়ামারা থানায়
এজাহার দাখিল করেছেন।