রাকিবুল ইসলাম, কুষ্টিয়া।।
যেখানেই দুস্থ গরিব অসহায় মানুষ। তাদেরই পাশে ইয়থ ডেভেলপমেন্ট ফোরাম। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইয়থ ডেভেলপমেন্ট ফোরাম কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মঠমালিয়াট গ্রামের মোছাঃ রুপা খাতুন, পিতা মৃত ছানাউল্লাহ মালিথা কুষ্টিয়া সরকারি কলেজের ফিজিক্স মাস্টার্স এর মেধাবী ছাত্রী। চার সদস্যের একমাত্র উপার্জন ক্ষম দিনমজুর পিতা গতবছর মারা যাবার পর থেকে অসুস্থ মাতা বিভিন্ন ভাবে অসুস্থ শরীর নিয়ে কোন রকম দুই মেয়েকে লেখাপড়া শেখানোর চেষ্টা করছে।
ছোট বোন কুমারখালী ডিগ্রী মহিলা কলেজে ইন্টার ১ম বর্ষের ছাত্রী। রুপা উপজেলা সমাজসেবা অধিদপ্তর এর অধিনে দর্জি বিজ্ঞানের প্রশিক্ষন নিলেও অর্থের অভাবে সেলাই মেশিন কিনতে পারছেনা। বিষয়টি ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের নজরে আসায় ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল উদ্দ্যোগ গ্রহন করেন রুপাদের পরিবারের পাশে দাড়ানোর। তাই ডেভেলপমেন্ট ফোরাম এর পক্ষ থেকে তাকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়।
ণউঋ এর চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল পরিচানায় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, কুমারখালী উপজেলা ছাত্রলীগ সভাপতি ছাত্রনেতা মোঃ জাহাঙ্গীর আলম, কুমারখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম মেহেদী হাসান,সাংবাদিক ও সমাজকর্মী দীপু মালিক,সাংবাদিক মাসুদ রানা সহ অন্যান্য সদস্য বৃন্দ।
সংগঠনের চেয়ারম্যান বলেন, আমরা চেষ্টা করি সমাজের অতি দরিদ্র মানুষ যারা সমাজে অবহেলিত তাদের কর্মসংস্থানের ব্যবস্থা থাকার জন্য ঘরের ব্যবস্থা এবং যারা মেধাবী ছাত্র-ছাত্রী তাদের এককালীন ও মাসিক উপবৃত্তি প্রদান সহ সমাজের বিভিন্ন ধরনের কাজ করে থাকি।