দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা শরিষাডুলি শ্যামপুর পারঘাট মাথা ভাঙ্গা নদী থেকে রানা (১৬) নামে একজন স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ডুবুরি দল।
জানাগেছে রবিবার দুপুর ১২ টার দিকে শরিষাডুলি গ্রামের কৃষক নুরুজ্জামান এর পুত্র আষ্টম শ্রেনীর ছাত্র রানা (১৬) তার অপর সহযোগীদের নিয়ে বাড়ীর পার্শবর্তী মাথা ভাঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করে না পেয়ে, ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার তৎপরতা চালিয়ে ব্যর্থ হয়।
এলকাবাসী সোমবার বিকেলে মাথা ভাঙ্গা নদীর শ্যামপুর পার ঘাটের নীচে মাথার চুল দেখতে পেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে ফায়ার সর্ভিস এলকাবাসীর সহায়তায় রানার লাশ উদ্ধার করে।