দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলার ৮৬ টি বিদ্যালয়ে বল বিতরেণ করা হয়েছে।
সুস্থ দেহ প্রশস্থ মন খেলাধুলা তার একমাত্র কারণ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দৌলতপুর উপজেলা পরিষদ এর অর্থায়নে উপজেলার ৮৬ টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও ম্যানেজিং কমিটির হাতে তুলে দেওয়া হয় ফুটবল ও ভলিবল। গতকাল ২১/০৯/২০২১ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সভাপতিত্বে, দৌলতপুর উপজেলা পরিষদের নিজ কার্যালয়ে, উপজেলার ৮৬ টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ ফুটবল ও ভলিবল সরবরাহ করা হয়।
এসময় সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড এজাজ আহমেদ মামুন বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , মোঃ আজিজুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী, দৌলতপুর। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সরদার আবু-সালেক।