দৌলতপুর প্রতিনিধি : বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের আওতাধীন দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টার সময় দৌলতপুর বাজার রিপোর্টার্স ক্লাবের অফিসে দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহনা ও যুগান্তর পত্রিকা দৌলতপুর উপজেলা প্রতিনিধি মানজারুল ইসলাম খোকনের সভাপতিত্বে জরুরী সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, দৌলতপুর রিপোটার্স ক্লাবের সহ-সভাপতি, আব্দুল্লাহ বিন জহানি তুহিন,দৈনিক সময়ের কাগজের স্টাফ রিপোর্টার সাধারণ সম্পাদক রনি আহামেদ,চ্যানেল এস ও দৈনিক আলোকিত সকাল এর দৌলতপুর প্রতিনিধি যুগ্মসাধারণ সম্পাদক আছানুল হক,
দৈনিক কুষ্টিয়া খবর পত্রিকার দৌলতপুর প্রতিনিধি আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মাঝারুল ইসলাম পিকলু, দৈনিক আন্দোলনের বাজার পত্রিকা দৌলতপুর প্রতিনিধি দপ্তর সম্পাদক সেলিম রেজা, দেশের বাণী পত্রিকার দৌলতপুর প্রতিনিধি ধর্ম বিষয়ক সম্পাদক আলাউদ্দিন, চেতনায় কুষ্টিয়া পত্রিকার দৌলতপুর প্রতিনিধি ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সমেদ আলীর শামীম ,
মাতৃ জগত পত্রিকার দৌলতপুর প্রতিনিধি তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান টয়েল,জাতীয় দৈনিক ভোরের পাতা পত্রিকার দৌলতপুর প্রতিনিধি উপদপ্তর সম্পাদক ফরিদ আহমেদ, জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার দৌলতপুর প্রতিনিধি নির্বাহী সদস্য মাহাবুল হক, দৈনিক সময়ের কাগজের সীমান্ত প্রতিনিধি গিয়াস উদ্দিন, দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার ওয়ালিউল আলম শাওন,
নির্বাহী সদস্য শিশির আহমেদ, সবুজ আলী, জনিরুল ইসলাম। এ সময় দৌলতপুর উপজেলার সকল প্রান্তরের খবর তুলে আনতে সভাপতি সকলকে এক যোগে কাজ করার আহ্বান করেন।